Career Dishari

ভারতের বিভিন্ন হ্রদ সমূহ, বিভিন্ন নদীর সঙ্গমস্থল, পৃথিবীর বিখ্যাত দ্বীপ সমূহ তালিকা | Geography Questions in Bengali

Geography Questions in Bengali : Today I am sharing the PDF list of the confluence of different rivers, different lakes of India, famous islands of the world, in which the names of the confluence or meeting places of different rivers, names of different lakes of India, names of famous islands of the world are given. This part of the question is often asked in various government job exams and nursing exams.

Best Geography Questions in Bengali - ভারতের বিভিন্ন হ্রদ সমূহ, বিভিন্ন নদীর সঙ্গমস্থল, পৃথিবীর বিখ্যাত দ্বীপ সমূহ তালিকা

আজ বিভিন্ন নদীর সঙ্গমস্থল, ভারতের বিভিন্ন হ্রদ সমূহ, পৃথিবীর বিখ্যাত দ্বীপ সমূহ তালিকা PDF টি শেয়ার করছি, যেটিতে বিভিন্ন নদীর সংযোগস্থল বা মিলনস্থলের নাম, ভারতের বিভিন্ন হ্রদ সমূহের নাম, পৃথিবীর বিখ্যাত দ্বীপ সমূহের নাম দেওয়া হয়েছে। বিভিন্ন সরকারী চাকরীর পরীক্ষাতে এবং নার্সিং পরীক্ষাতে  এই অংশ থেকে প্রায়ই প্রশ্ন আর্সে।

যেমন:-

  • অলকানন্দা ও ভাগীরথী নদীর মিলনস্থল কী নামে পরিচিত? রুদ্র প্রয়াগ কোন কোন নদীর সঙ্গমস্থল? 
  • ভারতের স্বাদু জলের বৃহত্তম হ্রদ কোনটি? ভারতের বৃহত্তম লবনাক্ত জলের হ্রদ কোনটি?
  • সুমাত্রা দ্বীপ কোন মহাসাগরে অবস্থিত? মাজুলি দ্বীপ কোন নদীতে অবস্থিত? ইত্যাদি।

বিভিন্ন নদীর সঙ্গমস্থল [ Confluence of different rivers ]

Geography Questions in Bengali বিভিন্ন নদীর সঙ্গমস্থল। বিভিন্ন নদীর সঙ্গমস্থল ভূগোল বিষয় এবং সাধারণ জ্ঞান এর জন্য এই টপিকটি থেকে প্রায় প্রতিটি চাকরির পরীক্ষায় এবং নার্সিং পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। 

বিভিন্ন নদীর সঙ্গমস্থলের একটি সুন্দর তালিকা দেওয়া আছে।

নদীর নাম সঙ্গমস্থল
ভাগীরথী ও ন্যাসগঙ্গা ইন্দ্রপ্রয়াগ
শ্যামগঙ্গা ও ভাগীরথী শ্যামপ্রয়াগ
নীলগঙ্গা ও ভাগীরথী গুপ্তপ্রয়াগ
যমুনা ও বেতোয়া হামিরপুর
অলকানন্দা ও ধৌলিগঙ্গা বিষ্ণুপ্রয়াগ
অলকানন্দা ও সরস্বতী কেশবপ্রয়াগ
অলকানন্দা ও নন্দাকিনী নন্দপ্রয়াগ
অলকানন্দা ও পিন্ডার কর্ণপ্রয়াগ
অলকানন্দা ও মন্দাকিনী রুদ্রপ্রয়াগ
অলকানন্দা ও ভাগীরথী দেবপ্রয়াগ
কৃষ্ণা ও তুঙ্গভদ্রা আলমপুর
গোদাবরী ও ইন্দ্রাবতী ভদ্রকালী
সোমনদী ও মন্দাকিনী সোমপ্রয়াগ
গঙ্গা-যমুনা-সরস্বতী প্রয়াগরাজ
মন্দাকিনী ও অলশতরঙ্গিনী সূর্য প্রয়াগ
গঙ্গা ও যমুনা এলাহাবাদ
গঙ্গা ও কোশী কুরুশিলা
তুঙ্গ ও ভদ্রা কুডলী
গঙ্গা ও গণ্ডক হাজীপুর
শতদ্রু ও বিপাশা হারিকে জলাভূমি
যমুনা, চম্বল, পহুজ, সিন্ধ ও কুমারী পাঁচনদ

ভারতের বিভিন্ন হ্রদ সমূহ [ Different lakes in India ]

Geography Questions in Bengali ভারতের বিভিন্ন হ্রদ সমূহ। ভারতের বিভিন্ন হ্রদ সমূহ ভূগোল বিষয় এবং সাধারণ জ্ঞান এর জন্য এই টপিকটি থেকে প্রায় প্রতিটি চাকরির পরীক্ষায় এবং নার্সিং পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। 

যার মধ্যে ভারতের বিভিন্ন হ্রদ সমূহর একটি সুন্দর তালিকা দেওয়া আছে।

হ্রদের নাম প্রকৃতি অবস্থান
কল্লেরু হ্রদ স্বাদুজল অন্ধ্রপ্রদেশ
চিল্কা হ্রদ লবনাক্ত উড়িষ্যা
সম্বর হ্রদ লবনাক্ত রাজস্থান
ভেম্বনাদ লবনাক্ত কেরালা
পুলিকট লবনাক্ত অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর সীমান্তে
উলার স্বাদুজল কাশ্মীর উপত্যকা
মহারানাপ্রতাপ সাগর স্বাদুজল হিমাচলপ্রদেশ
অষ্টমুদি কয়াল লবনাক্ত কেরালা
শিবসাগর স্বাদুজল মহারাষ্ট্র
লোকটাক স্বাদুজল মনিপুর
ডাল হ্রদ স্বাদুজল শ্রীনগর
প্যাং গং হ্রদ লবনাক্ত লাদাখ
রূপ কুন্ড স্বাদুজল উত্তরাখন্ড
নারায়ণ সরোবর কৃত্রিম গুজরাট
চন্দ্রতাল হ্রদ স্বাদুজল হিমাচলপ্রদেশ
হুসেন সাগর হ্রদ কৃত্রিম তেলেঙ্গানা
ভিমতাল স্বাদুজল উত্তরাখণ্ড
ভোজতাল স্বাদুজল মধ্যপ্রদেশ
সাংপো হ্রদ স্বাদুজল সিকিম
রেনুকা স্বাদুজল হিমাচলপ্রদেশ
পুস্কর হ্রদ কৃত্রিম রাজস্থান
তাওয়া জলাশয় কৃত্রিম মধ্যপ্রদেশ
ওসমান সাগর কৃত্রিম হায়দ্রাবাদ
কাঞ্জিয়া হ্রদ স্বাদুজল উড়িষ্যা
সুখনা হ্রদ কৃত্রিম চন্ডিগড়
কালিভেলি লবনাক্ত তামিলনাড়ু
হিমাযুত সাগর কৃত্রিম হায়দ্রাবাদ
হারিকে জলাভূমি স্বাদুজল পাঞ্জাব
বেলাসাগর স্বাদুজল উত্তরপ্রদেশ
গোবিন্দ বল্লভ পান্ট সাগর কৃত্রিম উত্তরপ্রদেশ
ইন্দিরা সাগর *** মধ্যপ্রদেশ
সর্দার সরোবর *** গুজরাট,রাজস্থান
নাগার্জুন সাগর *** তেলেঙ্গানা
চানডুবি *** আসাম
ব্রহ্ম সরোবর *** হরিয়ানা
কুট্টনাদ *** কেরালা
  • ১. ভারতের বৃহত্তম উপকূলীয় হ্রদ – চিল্কা হ্রদ
  • ২. ভারতের বৃহত্তম লবনাক্ত জলের হ্রদ – সম্বর হ্রদ
  • ৩. ভারতের স্বাদু জলের বৃহত্তম হ্রদ – উলার হ্রদ
  • ৪. কেরলের বৃহত্তম হ্রদ – ভেম্বানাদ হ্রদ। এটি কয়াল নামে পরিচিত
  • ৫. লুনি নদীর উপর অবস্থিত হ্রদ – পুস্কর হ্রদ

পৃথিবীর বিখ্যাত দ্বীপ সমূহ [ Famous islands of the world ]

Geography Questions in Bengali পৃথিবীর বিখ্যাত দ্বীপ সমূহ। পৃথিবীর বিখ্যাত দ্বীপ সমূহ ভূগোল বিষয় এবং সাধারণ জ্ঞান এর জন্য এই টপিকটি থেকে প্রায় প্রতিটি চাকরির পরীক্ষায় এবং নার্সিং পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। 

পৃথিবীর বিখ্যাত দ্বীপ সমূহর একটি সুন্দর তালিকা দেওয়া আছে।

দ্বীপ সমূহ অবস্থান
অস্ট্রেলিয়া ভারত মহাসাগর
মাদাগাস্কার ভারত মহাসাগর
সুমাত্রা উত্তর-পূর্ব ভারত মহাসাগর
জাভা ভারত মহাসাগর
হনসু উত্তর-পশ্চিম প্রশান্ত মহাসাগর
মালাগাছি রিপাবলিক ভারত মহাসাগর
নিউ গিনি পশ্চিম প্রশান্ত মহাসাগর
গ্রীনল্যান্ড সুমেরু সাগর
আইসল্যান্ড উত্তর আটলান্টিক মহাসাগর
নিউফাউন্ডল্যান্ড উত্তর আটলান্টিক
তাসমানিয়া অস্ট্রেলিয়ার দক্ষিনে
বাফিন সুমেরু মহাসাগর
ভিক্টোরিয়া কানাডা আর্কটিক
গ্রেট ব্রিটেন আটলান্টিক মহাসাগর
মরিশাস ভারত মহাসাগর
এলসমিয়ার  কানাডা
সুলাওয়েসি প্রশান্ত মহাসাগর
ব্যাংকস সুমেরু মহাসাগর
ম্যানিটোলিন গ্রেট লেকস, কানাডা
ডেভন বাফিন উপসাগর, কানাডা
বর্নিও দক্ষিন-পূর্ব এশিয়া
হোক্কাইডো জাপান
জাফনা দ্বীপ শ্রীলঙ্কা
মালদ্বীপ আরব সাগর
সেন্ট হেলেনা আটলান্টিক মহাসাগর
কিউবা ক্যারিবিয়ান সাগর
আবু মুসা দ্বীপ পারস্য উপসাগর
মিন্দানাও দ্বীপ পশ্চিম-মধ্য প্রশান্ত মহাসাগর

ভারতের নদী তীরবর্তী বিভিন্ন শহর [ Various riverside cities in India ]

Geography Questions in Bengali ভারতের নদী তীরবর্তী বিভিন্ন শহর। ভারতের বিখ্যাত শহর ও সংলগ্ন নদী ভূগোল বিষয় এবং সাধারণ জ্ঞান এর জন্য এই টপিকটি থেকে প্রায় প্রতিটি চাকরির পরীক্ষায় এবং নার্সিং পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। 

যার মধ্যে ভারতের বিখ্যাত কয়েকটি শহর ও সেই শহরটি কোন নদীর তীরে অবস্থিত তার একটি সুন্দর তালিকা দেওয়া আছে।

শহর নদী
দিল্লী যমুনা
মথুরা যমুনা
আগ্রা যমুনা
এতোয়া যমুনা
কলকাতা হুগলী
আহমেদাবাদ সবরমতী
শ্রীনগর ঝিলম
হায়দ্রাবাদ মুসী
মাদুরাই ভাইগাই
সুরাট তাপ্তি
বিজয়ওয়াড়া কৃষ্ণা
পুনে মুলা-মুথা
জামশেদপুর সুবর্ণরেখা
নাসিক গোদাবরী
কটক মহানদী
জব্বলপুর নর্মদা
তিরুচিরাপল্লী কাবেরী
লুধিয়ানা শতদ্রু
ফিরোজপুর শতদ্রু
অযোধ্যা সরযূ
সম্বলপুর মহানদী
ডিব্রুগড় ব্রহ্মপুত্র
গুয়াহাটি ব্রহ্মপুত্র
লখনউ গোমতী
কোটা চম্বল
ভাদদরা বিশ্বমিত্রি
ব্যাঙ্গালুরু বৃষভাবতী
শিমোগা তুঙ্গা
কোয়েম্বাটুর নোয়াল
চেন্নাই কুম, আদার
উজ্জয়িনী শিপ্রা
বদ্রীনাথ অলকানন্দা
কানপুর গঙ্গা
হরিদ্বার গঙ্গা
পাটনা গঙ্গা
ভাগলপুর গঙ্গা
বারানসী গঙ্গা
ফারুকাবাদ গঙ্গা
কনৌজ গঙ্গা
ফতেগড় গঙ্গা
ফারুকাবাদ গঙ্গা
এলাহাবাদ গঙ্গা ও যমুনার সংযোগস্থল
  • আমেদাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? – সবরমতী।
  • শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত – ঝিলম।
  • হায়দ্রাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত ? – মুসী নদীর তীরে।
  • জামশেদপুর কোন নদীর তীরে অবস্থিত? – সুবর্ণরেখা।
  • দিল্লী শহরটি কোন নদীর তীরে অবস্থিত? – যমুনা।
  • মথুরা কোন নদীর তীরে অবস্থিত ? – যমুনা।
  • আগ্রা শহর কোন নদীর তীরে অবস্থিত? – যমুনা।
  • কলকাতা কোন নদীর তীরে অবস্থিত? – হুগলী নদী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!