Career Dishari

Career Dishari Academy CDA

Join Our Live Class

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর MCQ Question | Class 11 Bengali Suggestion 2024 | Class 11 Bengali Ishwar Chandra Vidyasagar MCQ

class 11 bengali suggestion 2024 | class 11 bengali Ishwar chandra vidyasagar | class 11 bengali ishwar chandra vidyasagar mcq | class 11 bengali ishwar chandra vidyasagar question answer | class 11 bengali ishwar chandra vidyasagar samrat exclusive | Class 11 Bengali Suggestion Semester 1 : class 11 bengali suggestion 2024 | class 11 bengali | class 11 bengali chapter 1 | class 11 bengali new syllabus | class 11 bengali ishwar chandra vidyasagar | class 11 bengali syllabus 2024 | class 11 bengali question paper 2024 | Class 11 Bengali Chapter 1 Ishwar chandra vidyasagar | class 11 bengali syllabus | class 11 bengali suggestion | class 11 bangla | class 11 bengali ishwar chandra vidyasagar question answer | class 11 bengali ishwar chandra vidyasagar question answer | class 11 bengali ishwar chandra vidyasagar golpo | class 11 bengali ishwar chandra vidyasagar samrat exclusive | class 11 bengali ishwar chandra vidyasagar 2024 | class 11 bengali ishwar chandra vidyasagar question answer mcq | class 11 bengali ishwar chandra vidyasagar short question | ishwar chandra vidyasagar class 11 | ishwar chandra vidyasagar class 11 mcq questions | ishwar chandra vidyasagar golpo class 11 | ishwar chandra vidyasagar class 11 mcq | ishwar chandra vidyasagar class 11 samrat exclusive | ishwar chandra vidyasagar question answer | ishwar chandra vidyasagar short question answer

class 11 bengali suggestion 2024 | class 11 bengali ishwar chandra vidyasagar | class 11 bengali ishwar chandra vidyasagar mcq | class 11 bengali ishwar chandra vidyasagar question answer | class 11 bengali ishwar chandra vidyasagar samrat exclusive

ishwar chandra vidyasagar class 11 mcq ishwar chandra vidyasagar class 11 bengali ishwar chandra vidyasagar class 11 kobita ishwar chandra vidyasagar class 11 mcq questions ishwar chandra vidyasagar class 1 1 question answer ishwar chandra vidyasagar class 11 semester 1 ishwar chandra vidyasagar class 11 bengali samrat exclusive

class 11 bengali suggestion 2024 | class 11 bengali ishwar chandra vidyasagar

বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর সঠিক উত্তরটি নির্বাচন কর

  1. ‘ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর’ কবিতাটির রচয়িতা কে?
    (ক) রবীন্দ্রনাথ ঠাকুর
    (খ) কাজী নজরুল ইসলাম
    (গ) কামিনী রায়
    () মাইকেল মধুসূদন দত্ত।
  2. ‘ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর’ কবিতাটির উৎস হল –
    (ক) বীরাঙ্গনা কাব্য
    (খ) মেঘনাদবধ কাব্য
    () চতুৰ্দ্দশপদী কবিতাবলী
    (ঘ) ব্রজাঙ্গনা কাব্য।
  3. কবিতাটি মূল গ্রন্থের কত সংখ্যক কবিতা?
    (ক) ৬৮ সংখ্যক
    (খ) ৭৫ সংখ্যক
    (গ) ১৮ সংখ্যক
    () ৮৬ সংখ্যক।
  4. কবিতাটি কী জাতীয় কবিতা?
    () সনেট
    (খ) পত্রকাব্য
    (গ) ব্যঙ্গ কবিতা
    (ঘ) গীতিকবিতা।
  5. সনেট কী?
    (ক) লোকগীতি
    () সমদৈর্ঘ্যের চোদ্দো পঙক্তির কবিতা
    (গ) তিন পঙ্ক্তির অতি সংক্ষিপ্ত কবিতা
    (ঘ) ব্যঙ্গধর্মী কবিতা।
  6. সনেটের চরণবিন্যাসের প্রথম ৮ লাইনকে কী বলে?
    (ক) ভূমিকা
    () অষ্টক
    (গ) ভাবের সূত্র
    (ঘ) সূচনা।
  7. সনেটের শেষ ৬ লাইনকে কী বলে?
    (ক) অষ্টক
    (খ) সমাপ্তি
    (গ) বিশ্লেষক
    () ষটক।
  8. সনেটের জনক কাকে বলা হয়?
    () পেত্রার্ককে
    (খ) বায়রনকে
    (গ) কিট্সকে
    (ঘ) শেক্সপিয়রকে।
  9. বাংলা ভাষায় প্রথম সনেট বা চতুর্দশপদী কবিতা রচনা করেন-
    (ক) বিহারীলাল চক্রবর্তী
    (খ) রবীন্দ্রনাথ ঠাকুর
    (গ) সত্যেন্দ্রনাথ দত্ত
    () মাইকেল মধুসূদন দত্ত।
  10. মধুসূদন দত্তের ‘চতুৰ্দ্দশপদী কবিতাবলী’ কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়?
    (ক) ১৮৬২ খ্রিস্টাব্দে
    (খ) ১৮৬০ খ্রিস্টাব্দে
    () ১৮৬৬ খ্রিস্টাব্দে
    (ঘ) ১৮৬১ খ্রিস্টাব্দে।
  11. মধুসূদন কোন্ নগরীতে বসে তাঁর সনেটগুলি লিখেছিলেন?
    () ফ্রান্সের ভার্সাই নগরীতে বসে
    (খ) কলকাতায় বসে
    (গ) ঢাকায় বসে
    (ঘ) মাদ্রাজে বসে।
  12. চতুৰ্দ্দশপদী কবিতাবলী’ গ্রন্থটির প্রকাশক ছিলেন –
    () ঈশ্বরচন্দ্র মিত্র
    (খ) ঈশ্বরচন্দ্র বসু
    (গ) ঈশ্বরচন্দ্র গুপ্ত
    (ঘ) ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়।
  13. মূল গ্রন্থটি কোথা থেকে প্রকাশিত হয়?
    (ক) বঙ্গীয় সাহিত্য পরিষদ
    (খ) কুন্তলীন প্রেস
    () স্টেন হোপ প্রেস
    (ঘ) বাঙ্গালী প্রেস।
  14. চতুৰ্দ্দশপদী কবিতাবলী’-তে মোট ক-টি কবিতা রয়েছে?
    () ১০২টি (খ) ১০৫টি (গ) ১২০ টি (ঘ) ১০৪ টি।
  15. কোন ভাষাকে মাধ্যম করে কবি মধুসূদনের প্রথম আত্ম প্রকাশ ঘটেছিল?
    (ক) বাংলা () ইংরেজি (গ) ফরাসি (ঘ) জার্মান।
  16. ‘Timothy Penpoem’ ছদ্মনামে মধুসূদন কোন্ কবিতা লেখেন?
    () দ্য ক্যাপটিভ লেডি
    (খ) দি অপ্সরি। আ স্টোরি ফ্রম হিন্দু মিথোলজি
    (গ) হেক্টর বধ
    (ঘ) রত্নাবলী।
  17. মাইকেল মধুসূদন বাংলায় কোন্ ছন্দের প্রবর্তন ঘটান?
    (ক) পয়ার
    (খ) ত্রিপদী
    () অমিত্রাক্ষর
    (ঘ) অনুষ্টুপ।
  18. মধুসূদনের অমর সৃষ্টি বলা হয় কোন্ কাবাকে?
    (ক) বীরাঙ্গনা কাব্য
    () মেঘনাদবধ কাব্য
    (গ) তিলোত্তমাসম্ভব কাব্য
    (ঘ) ব্রজাঙ্গনা কাব্য।
  19. মধুসূদন দত্তের একটি পত্রকাব্যের নাম লেখো-
    (ক) শর্মিষ্ঠা
    (খ) মেঘনাদবধ কাব্য
    () বীরাঙ্গনা কাব্য
    (ঘ) ব্রজাঙ্গনা কাব্য।
  20. মধুসূদন দত্তের একটি প্রহসনের নাম লেখো-
    (ক) মায়াকানন
    (খ) শর্মিষ্ঠা
    (গ) রিজিয়া
    () একেই কি বলে সভ্যতা।

class 11 bengali ishwar chandra vidyasagar mcq | class 11 bengali ishwar chandra vidyasagar question answer

21. ‘চতুদ্দর্শপদী কবিতাবলী’ কাব্যটি কবি কোন্ দেশে বসে লিখেছিলেন?
() ফান্সে (খ) লন্ডনে (গ) মাদ্রাজে (ঘ) কলকাতায়।

22. একটি অগ্নিস্ফুলিঙ্গ পাঠাইলাম, দেখিও যেন ইহা বাতাসে উড়িয়া না যায়-মধুসূদন সম্বন্ধে এই উক্তি কার?
() ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের
(খ) গৌরদাস বসাকের
(গ) রাজনারায়ণ বসুর
(ঘ) মণি বাগচীর।

23. ‘ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর – কবিতাটি কোন্ ছন্দে লেখা?
(ক) ত্রিপদী () অমিত্রাক্ষর (গ) মহাপয়ার (ঘ) মুক্তক ছন্দ।

24. ‘বিদ্যার সাগর তুমি…’ – কার উদ্দেশে এই স্তুতি করা হয়েছে?
(ক) মাইকেল মধুসূদন দত্ত
() ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(গ) স্বামী বিবেকানন্দ
(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর।

25. কবিতায় কাকে ‘করুণার সিন্ধু’ বলে উল্লেখ করা হয়েছে?
() বিদ্যাসাগর মহাশয়কে
(খ) মাইকেল মধুসূদন দত্তকে
(গ) শ্রীরামকৃষ্ণ পরমহংসকে
(ঘ) শ্রী চৈতন্য মহাপ্রভুকে।

26. অলোচ্য কবিতার ‘সিন্ধু’ শব্দের অর্থ কী?
(ক) নদী (খ) সভ্যতা () সমুদ্র  (ঘ) পর্বত।

27. ‘করুণার সিন্ধু’ বলতে কী বোঝানো হয়েছে?
(ক) বিদ্যাসাগর মহাশয় করুণ নয়নে তাকিয়ে আছেন
() বিদ্যাসাগর মহাশয় করুণার সাগরস্বরূপ
(গ) বিদ্যাসাগর মহাশয় সিধুতীরে বসে আছেন
(ঘ) বিদ্যাসাগর মহাশয়ের কণ্ঠ থেকে করুণা ঝরে পড়ছে।

28. ‘সেই জানে মনে’ – কে জানে?
() মধুসূদন
(খ) বিদ্যাসাগর
(গ) তরুদল
(ঘ) হেমাদ্রি।

29. ‘দীনের বন্ধু হলেন –
(ক) মাইকেল মধুসূদন দত্ত
() বিদ্যাসাগর
(গ) হেমাদ্রি
(ঘ) বিমলা কিঙ্করী।

30. ‘হেমাদ্রি শব্দের অর্থ কী?
(ক) তুষারকান্তি পর্বত
(খ) ভঙ্গিল পর্বত
() সুবর্ণকান্তি পর্বত
(ঘ) আগ্নেয় পর্বত।

31. হেমকান্তি কার?
() হেমাদ্রির
(খ) সিধুর
(গ) তরুদলের
(ঘ) বনেশ্বরীর।

32. হেমকান্তি’ শব্দের অর্থ কী? –
(ক) তুষারধবল
(খ) শিশিরভেজা
() স্বর্ণকান্তিযুক্ত
(ঘ) উত্তপ্ত।

33. কবিতায় ‘হেমাদ্রির হেমকান্তি’-র সঙ্গে কার তুলনা করা হয়েছে?
(ক) গৌতম বুদ্ধের রূপকে
() বিদ্যাসাগরের জ্ঞান, হৃদয়ের দ্যুতিকে
(গ) স্বামীজির বাণীকে
(ঘ) ভগিনী নিবেদিতার ত্যাগকে।

34. ‘অম্লান’ শব্দের অর্থ কী?
(ক) মলিন
() অমলিন
(গ) মানহীন
(ঘ) সম্মাননীয়।

35. ‘কিরণ’ শব্দটির অর্থ হল-
() আলোকরশ্মি
(খ) পর্বত
(গ) তুষার
(ঘ) সূর্য।

36. কে ভাগ্যবান বলে কবির মনে হয়েছে?
(ক) যে মহাসমুদ্রের কোলে স্থান পায়
() যে মহাপর্বতের সুবর্ণ চরণে আশ্রয় পায়
(গ) যাকে তবুদল অমৃত ফল দান করে
(ঘ) যে মহিরুহের শীতল ছায়া পায়।

37. অন্তনিহিত অর্থ বিচারে ভাগ্যবান কে?
(ক) বিদ্যাসাগর
() মধুসূদন স্বয়ং
(গ) গিরীশ
(ঘ) তবুদল।

38. সেই জানে – কী জানে?
() সুমহান হিমালয়ের কত গুণ
(খ) বনেশ্বরী শীতল ছায়া দেয়
(গ) নদী নির্মল জল দান করে
(ঘ) তবুদল অমৃত ফল জোগায়।

39. ‘যে জন আশ্রয় লয়…’ কোথায় আশ্রয় নেওয়ার কথা বলা হয়েছে?
() মহাপর্বতের সুবর্ণ চরণে
(খ) তরুদলের শীতল ছায়ায়
(গ) সিন্ধুতীরে
(ঘ) গহন অরণ্যে।

40. আলোচ্য কবিতায় ‘গিরীশ’ বলতে কাকে বোঝানো হয়েছে?
(ক) বিদ্যাসাগরকে
(খ) গিরিরাজ হিমালয়কে
(গ) মহাদেবকে
() উভয়ই।

class 11 bengali ishwar chandra vidyasagar samrat exclusive | class 11 bengali suggestion 2024

41. ‘কি সেবা তার সে সুখ সদনে!’- কোন্ সুখ সদনে’-র কথা বলা হয়েছে?
(ক) ভারতভূমিতে আশ্রয়ের কথা
(খ) গঙ্গাবক্ষে আশ্রয়লাভের কথা
() সুবিশাল হিমালয়ের স্বর্ণচরণে আশ্রয়ের কথা
(ঘ) মহিরুহের ছায়াতলে আশ্রয়ের কথা।

42. বিদ্যাসাগরের সুমহান হৃদয়কে কোন্ মহাপর্বতের সঙ্গে তুলনা করা হয়েছে?
(ক) আরাবল্লি (খ) বিন্ধ্য (গ) হিন্দুকুশ () হিমালয়।

43. ‘কি সেবা তার সে সুখ সদনে! কার সুখ সদনের সেবার কথা বলা হয়েছে?
() গিরীশের (খ) সাগরের (গ) বনস্পতির (ঘ) অমৃত ফলের।

44. ‘দানে বারি কে ‘বারি’ দান করে?
(ক) সরোবর (খ) সমুদ্র (গ) মেঘ () নদী।

45. ‘বারি শব্দের অর্থ কী?
(ক) মেঘ (খ) বৃষ্টি () জল (ঘ) বিদ্যুৎ।

46. ‘বিমলা’ শব্দের অর্থ হল-
() পরিচ্ছন্ন (খ) মলিন (গ) অবিশুদ্ধ (ঘ) ভেজাল।           

47. আলোচ্য কবিতায় ‘কিঙ্করী’ শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
(ক) চুড়ি () দাসী (গ) কন্যা (ঘ) কপট।

48. বিমলা কিঙ্করী বলতে কবিতায় কী বোঝানো হয়েছে?
(ক) অনুগত দাসী
() বিদ্যাসাগরের নিঃশব্দ উপকারের মানসিকতা
(গ) পবিত্র জলের ধারা
(ঘ) কোনোটিই নয়।

49. যোগায় অমৃত ফল – কে জোগায়?
() সুদীর্ঘ গাছেরা
(গ) গহন অরণ্য
(খ) লতাগুল্ম
(ঘ) মরূদ্যান।

50. ‘দাসরূপ ধরি – আলোচ্য কবিতায় কারা দাসরূপ ধরেছে?
(ক) গিরিশৃঙ্গ
(খ) ফুল-কুল
(গ) অরণ্য-কানন
() তরুদল।

51. কবিতায় ‘অমৃত ফল বলতে কী বোঝানো হয়েছে?
(ক) প্রাণদানকারী ফল
(খ) সুস্বাদু খাদ্য
() বিদ্যাসাগরের অকৃপণ দান
(ঘ) সবকটিই সঠিক।

52. তরুদল কীভাবে অমৃত ফল যোগায়?
() পরম আদরে
(খ) পরম যত্নে
(গ) পরম স্নেহে
(ঘ) পরম মমতায়।

53. আলোচ্য কবিতায় ‘পরিমল’ শব্দটি কোন্ অর্থে প্রযুক্ত হয়েছে?
() ‘সুগন্ধঅর্থে
(খ) ‘নির্মল’ অর্থে
(গ) ‘অমলিন’ অর্থে
(ঘ) ‘পবিত্র’ অর্থে।

54. কারা ‘পরিমলে’ দশদিশ ভরিয়ে তোলে?
(ক) তরু-দল
(খ) নদীর জল
() ফুলকুল
(ঘ) অমৃত ফল।

55. দিবসে ‘শীতল শ্বাসী ছায়া’ দান করেন কে?
(ক) নদীর সুবিমল জল
(খ) হেমাদ্রি
(গ) পর্বতের সুবর্ণ চরণ
() বনেশ্বরী।

56. বনেশ্বরী রাত্রিতে কী দান করেন?
(ক) শীতল ছায়া
(খ) অমৃত ফল
() সুশান্ত নিদ্রা
(ঘ) ক্লান্তি।

57. কীসের দ্বারা ক্লান্তি দূরীভূত হয়?
(ক) ফুলের সুগন্ধে
(খ) অমৃত ফল ভক্ষণে
() সুশান্ত নিদ্রায়
(ঘ) অম্লান কিরণে।

58. কবিতায় ‘শীতল শ্বাসী’ শব্দের অর্থ-
(ক) শীতল জল
(খ) শীতল ঘ্রাণ
() শীতল বাতাস
(ঘ) শীতল পাটি।

59. বনেশ্বরীর ন্যায় কবিকে তাঁর দুর্দিনে আশ্রয় দিয়েছিলেন-
(ক) রাজনারায়ণ বসু
(খ) গৌরদাস বসাক
(গ) দীনবন্ধু মিত্র
(ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

class 11 bengali ishwar chandra vidyasagar | class 11 bengali ishwar chandra vidyasagar mcq

শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও

  1. __________ সাগর তুমি…
    (ক) করুণার
    (খ) জ্ঞানের
    (গ) দয়ার
    () বিদ্যার।
  2. বিদ্যার সাগর তুমি বিখ্যাত ________
    () ভারতে
    (খ) বিশ্বে
    (গ) বাংলায়
    (ঘ) বীরসিংহে।
  3. করুণার _________ তুমি, সেই জানে মনে… –
    (ক) সাগর
    () সিন্ধু
    (গ) বারি
    (ঘ) স্বরূপ।
  4. … সেই জানে মনে, দীন যে, ________ বন্ধু!
    (ক) ধনীর
    (খ) জ্ঞানীর
    () দীনের
    (ঘ) আমার।
  5. _________ হেম-কান্তি অম্লান কিরণে।
    (ক) হিমালয়ের
    (খ) সিধুর
    (গ) তরুদলের
    () হেমাদ্রির।
  6. যে জন আশ্রয় লয় _______ চরণে
    () সুবর্ণ
    (খ) কমল
    (গ) শুভ্র
    (ঘ) পবিত্র।
  7. সেই জানে কত গুণ ধরে কত মতে
    (ক) বনেশ্বরী
    (খ) হেমাদ্রি
    (গ) তরু-দল
    () গিরীশ।
  8. দানে ________ নদীরূপ…
    (ক) সুবর্ণ
    (খ) রত্ন
    () বারি
    (ঘ) মুক্তা।
  9. দানে বারি নদীরূপ বিমলা _______
    (ক) নারী () কিঙ্করী (গ) সুন্দরী (ঘ) কুমারী।
  10. কি সেবা তার সে সুখ _______
    (ক) নিকেতনে
    (খ) ভবনে
    () সদনে
    (ঘ) নিবাসে।
  11. যোগায় _______ পরম আদরে।
    (ক) অমৃত বারি
    (খ) অমৃত সুখ
    (গ) অমৃত সুধা
    () অমৃত ফল।
  12. _________ ‘তরু-দল,…’
    (ক) নতঃ-শিরঃ
    (খ) উচ্চ-শিরঃ
    () দীর্ঘশিরঃ
    (ঘ) সুদীর্ঘ-শিরঃ।
  13. দীর্ঘ-শিরঃ তরু দল, ________ রূপ ধরি।
    () দাস (খ) মিত্র
    (গ) রাজ         (ঘ) দেব।
  14. _________ ফুল-কুল দশ দিশ ভরে।
    (ক) সুবাসে (খ) সৌরভে (গ) সুগন্ধে () পরিমলে।
  15. পরিমলে ফুল-কুল ________ ভরে।
    (ক) হৃদয় (খ) ভুবন
    (গ) বাতাস      () দশ দিশ।
  16. ________ শীতল শ্বাসী ছায়া।
    () দিবসে
    (খ) নিশিথে
    (গ) অপরাহ্নে
    (ঘ) প্রভাতে।
  17. _______ সুশান্ত নিদ্রা, ক্লান্তি দূর করে।
    (ক) দিবসে
    (খ) সাঁঝে
    (গ) দ্বিপ্রহরে
    () নিশায়।
  18. নিশায় নিদ্রা __________ , ক্লান্তি, দূর করে।
    (ক) গভীর
    (খ) সুশান্ত
    (গ) সুখময়
    () প্রশান্ত।
  19. নিশায় সুশান্ত নিদ্রা,________ দূর করে।
    (ক) শ্রান্তি
    (খ) শান্তি
    (গ) ক্লান্তি
    (ঘ) ভ্রান্তি।

class 11 bengali suggestion 2024 | class 11 bengali Ishwar chandra vidyasagar | class 11 bengali ishwar chandra vidyasagar mcq | class 11 bengali ishwar chandra vidyasagar question answer | class 11 bengali ishwar chandra vidyasagar samrat exclusive | Class 11 Bengali Suggestion Semester 1 : class 11 bengali suggestion 2024 | class 11 bengali | class 11 bengali chapter 1 | class 11 bengali new syllabus | class 11 bengali ishwar chandra vidyasagar | class 11 bengali syllabus 2024 | class 11 bengali question paper 2024 | Class 11 Bengali Chapter 1 Ishwar chandra vidyasagar | class 11 bengali syllabus | class 11 bengali suggestion | class 11 bangla | class 11 bengali ishwar chandra vidyasagar question answer | class 11 bengali ishwar chandra vidyasagar question answer | class 11 bengali ishwar chandra vidyasagar golpo | class 11 bengali ishwar chandra vidyasagar samrat exclusive | class 11 bengali ishwar chandra vidyasagar 2024 | class 11 bengali ishwar chandra vidyasagar question answer mcq | class 11 bengali ishwar chandra vidyasagar short question | ishwar chandra vidyasagar class 11 | ishwar chandra vidyasagar class 11 mcq questions | ishwar chandra vidyasagar golpo class 11 | ishwar chandra vidyasagar class 11 mcq | ishwar chandra vidyasagar class 11 samrat exclusive | ishwar chandra vidyasagar question answer | ishwar chandra vidyasagar short question answer

error: Content is protected !!