- +918250980355
- official@careerdishari.in
পুঁই মাচা MCQ Question | Class 11 Bengali Chapter 1 Puimacha | Class 11 Bengali Suggestion Semester 1
পুঁই মাচা MCQ Question | Class 11 Bengali Chapter 1 Puimacha | Class 11 Bengali Suggestion Semester 1 : class 11 bengali suggestion 2024 | class 11 bengali | class 11 bengali chapter 1 | class 11 bengali new syllabus | class 11 bengali puimacha | class 11 bengali syllabus 2024 | class 11 bengali question paper 2024 | Class 11 Bengali Chapter 1 Puimacha | class 11 bengali syllabus | class 11 bengali suggestion | class 11 bangla | class 11 bengali puimacha question answer | class 11 bengali puimacha question answer | class 11 bengali puimacha golpo | class 11 bengali puimacha samrat exclusive | class 11 bengali puimacha 2024 | class 11 bengali puimacha question answer mcq | class 11 bengali puimacha short question | puimacha class 11 | puimacha class 11 mcq questions | puimacha golpo class 11 | puimacha class 11 mcq | puimacha class 11 samrat exclusive | puimacha question answer | puimacha short question answer
Class 11 Bengali Chapter 1 | Class 11 Bengali Puimacha Question Answer MCQ
বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর | সঠিক উত্তরটি নির্বাচন করো
- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি গল্প সংকলনের নাম-
(ক) বিপিনের সংসার (খ) মেঘমল্লার (গ) অভিযাত্রিক (ঘ) মরণের ডঙ্কা বাজে। - বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি ভ্রমণকাহিনী হল-
(ক) হীরা মানিক জ্বলে (খ) সুলোচনা (গ) অভিযাত্রিক (ঘ) আরণ্যক। - ‘পুঁই মাচা’ গল্পটি প্রথম কোন্ পত্রিকায় প্রকাশিত হয়?
(ক) প্রবাসী (খ) বঙ্গবাসী (গ) সবুজপত্র (ঘ) বিচিত্রা। - পুঁই মাচা’ গল্পটি প্রথম কত বঙ্গাব্দে প্রকাশিত হয়?
(ক) ১৩৩৪ (খ) ১৩৩৫ (গ) ১৩০১ (ঘ) ১৩৩২ - পুঁই মাচা’ গল্পটি প্রথম কোন্ গল্পগ্রন্থে প্রকাশিত হয়?
(ক) মৌরীফুল (খ) মেঘমল্লার (গ) যাত্রাবদল (ঘ) জন্ম ও মৃত্যু। - ‘পুঁই মাচা’ গল্পটি ‘মেঘমল্লার’ গল্পগ্রন্থে প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে?
(ক) ১৯২৯ (খ) ১৯৩৩ (গ) ১৯২৮ (ঘ) ১৯৩১ - বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাস-
(ক)আরণ্যক (খ) অশনি সংকেত (গ) পথের পাঁচালী (ঘ) আদর্শ হিন্দু হোটেল। - কোন্ উপন্যাসের জন্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রবীন্দ্র পুরস্কার পান?
(ক) ইছামতী (খ) অশনি সংকেত (গ) পথের পাঁচালী (ঘ) আরণ্যক। - বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি অভিযানমূলক কাহিনি হল-
(ক) অপরাজিত (খ) চাঁদের পাহাড় (গ) পথের পাঁচালী (ঘ) আদর্শ হিন্দু হোটেল। - ‘পুঁই মাচা’ গল্পটি শুরু হয় কোন্ ঋতুতে?
(ক) বর্ষা (খ) শীত (গ) গ্রীষ্ম (ঘ) বসন্ত।
Class 11 Bengali Chapter 1 Puimacha | class 11 bengali suggestion 2024 | class 11 bengali question answer class | 11 bengali pui macha pdf - পুঁই মাচা’ গল্পের শুরুতে কার বাড়ির গাছের রস সংগ্রহ করতে যাওয়ার কথা বলা হয়েছে?
(ক) তারক খুড়োর (খ) তারিণী খুড়োর (গ) সহায়হরি চাটুজ্যের (ঘ) কালীময় ঠাকুরের। - ‘কি হয়েছে, বসে রইল যে?’ – এখানে বক্তা –
(ক) পুঁটি (খ) ক্ষেন্তি (গ) রাধী (ঘ) সহায়হরি। - সহায়হরিদের একঘরে করা হবে এ কথা আলোচনা হয়েছে –
(ক) চৌধুরীদের চণ্ডীমণ্ডপে (খ) মজুমদারদের চণ্ডীমণ্ডপে (গ) ময়শা চৌকিদারের পাড়ায় (ঘ) কালীময় ঠাকুরের বাড়ি। - সহায়হরিদের হাতে ছোঁয়া জল আর কেউ খাবে না। কারণ-
(ক) সহায়হরি চুরি করেছে (খ) অন্নপূর্ণা খুব মুখরা
(গ) ক্ষেন্তির আশীর্বাদ হয়েও বিয়ে হয়নি (ঘ) ক্ষেন্তির দুষ্টুমিতে সবাই বিরক্ত। - মনে মনে কি ঠাউরেছ বলতে পার?’ অন্নপূর্ণা এ কথা বলেছে-
(ক) ক্ষেন্তিকে (খ) পুটিকে (গ) সহায়হরিকে (ঘ) রাধীকে। - ঝড়ের প্রতীক্ষায় রহিলেন- কে ঝড়ের প্রতীক্ষায় থাকল?
(ক) অন্নপূর্ণা (খ) সহায়হরি (গ) চৌধুরীমশাই (ঘ) তারক খুড়ো। - গাঁয়ে কি গুজব রটেছে জান?’- কোন্ গুজব?
(ক) ক্ষেন্তির চোদ্দো বছর বয়স হল। (খ) সহায়হরিদের একঘরে কারা হবে। (গ) সহায়হরি মেটে আলু চুরি করেছে। (ঘ) ক্ষেন্তির বিয়ে ঠিক হয়েছে। - সহায়হরি কোথায় ঘুরে ঘুরে দিন কাটায়?
(ক) বাগদী পাড়া-দুলে পাড়ায় (খ) তারক খুড়োর বাড়ি (গ) চৌধুরীদের বাড়ি (ঘ) চন্ডীমণ্ডপে। - ক্ষেন্তির বয়স আসলে হল –
(ক) তেরো বছর (খ) পনেরো বছর (গ) বারো বছর (ঘ) সতেরো বছর।
Class 11 Bengali Chapter 1 Puimacha | class 11 bengali suggestion 2024 | class 11 bengali question answer class | 11 bengali pui macha pdf - ক্ষেন্তির চেহারা ছিল –
(ক) মোটা, বেঁটে (খ) রোগা, বেঁটে (গ) খুব লম্বা, গোলগাল (ঘ) বেঁটে, গোলগাল।
Class 11 Bengali Chapter 1 | Class 11 Bengali Puimacha Question Answer MCQ
- পুঁই শাকের সঙ্গে ক্ষেন্তি কী নিয়ে বাড়ি ফিরেছে?
(ক) মাছের মাথা (খ) চিংড়ি মাছ (গ) রকমারি ফল (ঘ) রকমারি সবজি। - ‘এ সব কি বে!’- কাকে দেখে সহায়হরি এ কথা বলেছে?
(ক) ক্ষেন্তি (খ) রাধী (গ) পুটি (ঘ) অন্নপূর্ণা। - জঞ্জাল প্রাণপনে তুলিয়া আনিয়াছে’ – এখানে জঞ্জাল হল-
(ক) মেটে আলু (খ) বেগুন গাছ (গ) ক্ষেন্তির ভাঙ্গা তোরঙ্গ (ঘ) পাকা পুঁইডাঁটা। - ক্ষেন্তির হাতের চুড়িগুলি আটকানো ছিল –
(ক) চার পয়সা ডজনের একটি সেফটিপিন দিয়ে। (খ) পাঁচ পয়সা ডজনের একটি সেফটিপিন দিয়ে। (গ) দু-পয়সা ডজনের একটি সেফটিপিন দিয়ে। (ঘ) তিন পয়সা ডজনের একটি সেফটিপিন দিয়ে। - ‘পুঁই মাচা’ গল্পে ক্ষেন্তি চিংড়ি মাছ কিনেছিল –
(ক) গয়া বুড়ির কাছ থেকে (খ) বাজার থেকে (গ) নবাবগঞ্জের হাট থেকে (ঘ) হরিপুরের বাজার থেকে। - গড়া বুড়ির কাছে সহায়হরির ধার ছিল –
(ক) চার পয়সা (খ) দুই পয়সা (গ) পাঁচ পয়সা (ঘ) দশ পয়সা। - ‘আহা কি অমর্ত্তই তোমাকে তারা দিয়েছে!’ এখানে ‘অমর্ত্ত’ বলতে বোঝানো হয়েছে-
(ক) চিংড়ি মাছ (খ) পুঁই শাক (গ) পাটিসাপটা (ঘ) ক্ষীর। - ক্ষেন্তিকে পুঁইশাকগুলো দিয়েছেন-
(ক) রায়কাকা (খ) চৌধুরীমশাই (গ) তারক খুড়ো (ঘ) কালীময়বাবু। - ‘আপদগুলো টেনে খিড়কীর পুকুরের ধারে ফেলে দিয়ে আয় তো’- অন্নপূর্ণা এই কথা বলেছিল-
(ক) ক্ষেন্তিকে (খ) রাধীকে (গ) পুঁটিকে (ঘ) ক্ষেন্তি ও পুঁটিকে। - ‘কলের পুতুলের মতন সেগুলি তুলিয়া লইয়া খিড়কী অভিমুখে চলিল – কে খিড়কী অভিমুখে চলিল?
(ক) পুঁটি (খ) ক্ষেন্তি (গ) রাধী (ঘ) কেউ চলল না।
Class 11 bengali puimacha question answer mcq | Class 11 bengali chapter 1 MCQ - কুচো চিংড়ি দিয়া এইরূপে চুপিচুপিই পুঁইশাকের তরকারী রাঁধিলেন।’ কে চুপিচুপি রাঁধল?
(ক) ক্ষেন্তি (খ) অন্নপূর্ণা (গ) সহায়হরি (ঘ) ক্ষেন্তি ও সহায়হরি। - ঘাড় নাড়িয়া এ আনন্দজনক প্রস্তাব সমর্থণ করিলো’ আনন্দজনক প্রস্তাবটি ছিল-
(ক) আরেকটু পুঁই শাকের চচ্চড়ি দেওয়ার প্রস্তাব (খ) ক্ষেন্তির বিয়ের প্রস্তাব (গ) ক্ষেন্তির আশীর্বাদের প্রস্তাব (ঘ) আর কয়েকটা পিঠে দেওয়ার প্রস্তাব। - ‘তেরোয় আর ষোলোয় তফাৎটা কীসের?’- বক্তা হলেন –
(ক) সহায়হরি (খ) অন্নপূর্ণা (গ) কালীময় ঠাকুর (ঘ) চৌধুরীমশাই। - শ্রীমন্ত মজুমদারের ছেলে জমিতে কী চাষ করেছিল?
(ক) বোরো ধান (খ) আমন ধান (গ) সর্ষে (ঘ) পুঁই শাক। - ‘সে-সব দিন কি আর আছে ভায়া’?- কে এ কথা বলেছে?
(ক) কালীময় ঠাকুর (খ) সহায়হরি (গ) চৌধুরীমশাই (ঘ) কেষ্ট মুখুজ্যে। - কালীময় ঠাকুর ক্ষেন্তির বিয়ে ঠিক করেছিল –
(ক) নিজের ছেলের সঙ্গে (খ) শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে (গ) চৌধুরীমশাইয়ের ছেলের সাথে (ঘ) একটিও সঠিক নয়। - ব্যস-রাজার হাল!’- কার রাজার হাল?
(ক) সহায়হরির (খ) কালীময় ঠাকুরের (গ) চৌধুরীমশাইয়ের (ঘ) শ্রীমন্ত মজুমদারের ছেলের। - শ্রীমন্ত মজুমদারের বাড়ি ছিল-
(ক) সহায়হরির গাঁয়ে (খ) নিশ্চিন্দিপুরে (গ) মণিগাঁয়ে (ঘ) হরিপুরে। - শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে ক্ষেন্তির বিয়ে ভেঙে দেয়-
(ক) কালীময় ঠাকুর (খ) সহায়হরি (গ) ক্ষেন্তি (ঘ) অন্নপূর্ণা।
Class 11 bengali puimacha question answer mcq | Class 11 bengali chapter 1 MCQ - শ্রীমন্ত মজুমদারের ছেলেকে প্রহার করেছিল-
(ক) তার বন্ধুরা (খ) কুম্ভকার বধূর আত্মীয়রা (গ) সহায়হরি (ঘ) সহায়হরির প্রতিবেশীরা।
Class 11 bengali puimacha question answer mcq | Class 11 bengali chapter 1 MCQ
- ‘যা শিগগির, শাবলখানা নিয়ে আয় দিকি!’-এখানে বক্তা কে?
(ক) ক্ষেন্তি (খ) ক্ষেন্তির শাশুড়ি (গ) অন্নপূর্ণা (ঘ) সহায়হরি। - অন্নপূর্ণা কিন্তু আর একটা জিনিস লক্ষ করিলেন – অন্নপূর্ণা লক্ষ্য করল?
(ক) ক্ষেন্তির স্বাস্থ্যোন্নতি হয়েছে (খ) বরোজপোতার বনে খুপ খুপ করে আওয়াজ (গ) সহায়হরির সংসারে মন নেই (ঘ) পাটিসাপটায় ধরা ধরা গন্ধ। - সহায়হরির কথা অনুসারে কে মেটে আলুর চাষ করেছে?
(ক) সহায়হরির জামাই (খ) চৌধুরীমশাই (গ) ময়শা চৌকিদার (ঘ) ক্ষেন্তি। - ‘বাবা’ যাবে না? মা ঘাটে গেল…।’ – কোথায় যাওয়ার কথা বলা হচ্ছে?
(ক) বকুলতলার ঘাটে (খ) পাশের গ্রামে (গ) বরোজপোতার বনে (ঘ) রস সংগ্রহ করতে। - ‘তৎপরে পিতা-পুত্রীতে সন্তর্পণে সম্মুখের দরজা দিয়া বাহির হইয়া গেল’ – এখানে পিতা-পুত্রী হল-
(ক) সহায়হরি ও ক্ষেন্তি (খ) সহায়হরি ও পুঁটি (গ) সহায়হরি ও রাধী (ঘ) সহায়হরি, রাধী ও ক্ষেন্তি। - মুখুজ্জে বাড়ির ছোটো খুকির নাম-
(ক) খেদি (খ) দুর্গা (গ) টুনু (ঘ) রানু। - সহায়হরি কত ওজনের মেটে আলু নিয়ে আসে?
(ক) দশ-বারো সের (খ) চোদ্দো-পনেরো সের (গ) তেরো-চোদ্দো সের (ঘ) পনেরো-ষোলো সের। - ‘এই বেড়ার গায়ে মেটে আলু করে রেখেছি- বক্তা কে?
(ক) ময়শা চৌকিদার (খ) সহায়হরি (গ) ক্ষেন্তির শ্বশুরমশাই (ঘ) মজুমদারমশাই। - ‘আপদ ঘাটে গিয়েছে’- এখানে আপদ কে?
(ক) ক্ষেন্তি (খ) সহায়হরি (গ) অন্নপূর্ণা (ঘ) ক্ষেন্তির শাশুড়ি। - ‘আমি। না… অমি কখন?… কক্ষনো না’- বক্তা কে?
(ক) ক্ষেন্তি (খ) সহায়হরি (গ) শ্রীমন্ত মজমদারের ছেলে (ঘ) পুঁটি।
Class 11 bengali puimacha question answer mcq | Class 11 bengali chapter 1 MCQ - ‘তিন কাল গিয়েছে এক কাল আছে’ – এখানে বক্তা –
(ক) চৌধুরীমশাই (খ) ক্ষেন্তির শ্বশুরমশাই (গ) অন্নপূর্ণা (ঘ) গয়া বুড়ি। - সহায়হরি ও ক্ষেন্তি জঙ্গলে গিয়েছিল –
(ক) পুঁই শাক আনতে (খ) নারকেল কুড়াতে (গ) ফলমূল আনতে (ঘ) মেটে আলু তুলতে। - তোমার তো ইইকালও নেই পরকালও নেই’? – অন্নপূর্ণা এ কথা বলেছে-
(ক) সহায়হরিকে (খ) চৌধুরীমশাইকে (গ) ক্ষেন্তির বরকে (ঘ) কোনোটিই নয়। - অন্নপূর্ণা তেলে-বেগুনে জ্বলিয়া উঠিয়া…’ অন্নপূর্ণার তেলে-বেগুনে জ্বলে ওঠার কারণ –
(ক) সহায়হরি রস আনার জন্য বাটি চেয়েছে (খ) ক্ষেন্তির বরের বয়স অনেক বেশি (গ) ক্ষেন্তি আর সহায়হরি মেটে আলু চুরি করে এনেছে (ঘ) ক্ষেন্তির বিয়ের বয়সেও তার দুরন্তপনা যাচ্ছে না। - অন্নপূর্ণার কথা অনুসারে পুঁই ভাঁটার চারা পুঁততে হয় –
(ক) বর্ষাকালে (খ) গ্রীষ্মকালে (গ) শীতকালে (ঘ) হেমন্তকালে। - ক্ষেন্তি পুঁই গাছের চারা লাগিয়েছিল-
(ক) বর্ষাকালে (খ) গ্রীষ্মকালে (গ) শরৎকালে (ঘ) শীতকালে - ‘সেই একগলা বিজন বন, যার মধ্যে দিনদুপুরে বাঘ লুকিয়ে থাকে’- এখানে যে বনের কথা বলা হয়েছে-
(ক) ভাঙা পাঁচিলের ধারের বন (খ) বরোজপোতার বন (গ) আমলকীতলার বন (ঘ) কালিগঞ্জের বন। - সহায়হরি কোথা থেকে ক্ষেন্তির জন্য শীতের জামা এনেছিল?
(ক) পৌষ সংক্রান্তির মেলা থেকে (খ) নিশ্চিন্দিপুরের মেলা থেকে (গ) হরিপুরের রাসের মেলা থেকে (ঘ) হরিপুরের হাট থেকে। - ক্ষেন্তির শীতের জামা সহায়হরি কত টাকা দিয়ে কিনেছিল?
(ক) দু-টাকা (খ) তিন টাকা (গ) সাড়ে তিন টাকা (ঘ) আড়াই টাকা। - ক্ষেন্তির শীতের জামা থাকত?
(ক) ভাঙা টিনের তোরঙ্গে (খ) আলমারিতে (গ) মায়ের কাছে (ঘ) বোনেদের কাছে। - তাহাকে বর্তমান পদে নিযুক্ত করিয়াছেন’- এখানে ক্ষেন্তির ‘বর্তমান পদ’টি হল-
(ক) নারকেল কুরানো (খ) গোবর কুড়িয়ে আনা (গ) পিঠে চেখে দেখা (ঘ) বাবাকে পাহারা দেওয়া। - অন্নপূর্ণা পিঠে বানাচ্ছিল-
(ক) নবান্নের দিন (খ) পৌষ সংক্রান্তির দিন (গ) ইতু পুজোর দিন (ঘ) বারুণীর দিন। - অন্নপূর্ণা যে যে উপকরণ দিয়ে পিঠে বানাচ্ছিল –
(ক) আটা, চালের গুঁড়ো, চিনি, একবাটি তেল (খ) চালের গুঁড়ো, ময়দা, চিনি, একবাটি তেল (গ) চালের গুঁড়ো, ময়দা, গুড়, একবাটি তেল (ঘ) চালের গুঁড়ো, আটা, গুড়, একবাটি তেল। - ‘অন্নপূর্ণা প্রথমে ক্ষেন্তির সাহায্য লইতে স্বীকৃত হন নাই’ – কারণ-
(ক) তার কাপড়চোপড় শাস্ত্রসম্মত ও শুচি নয়। (খ) ক্ষেন্তি খুব দুরন্ত ছিল (গ) সামনেই ক্ষেন্তির বিয়ে (ঘ) ক্ষেন্তি খুব অমনোযোগী। - ‘মা ঐ একটু… – বক্তা কে?
(ক) ক্ষেন্তি (খ) ক্ষেন্তির বর (গ) পুটি (ঘ) রাধী।
Class 11 bengali puimacha question answer mcq | Class 11 bengali chapter 1 MCQ - ‘মা আমায় একটু… – বক্তা হল-?
(ক) রাধী (খ) ক্ষেন্তি (গ) পুঁটি (ঘ) ক্ষেন্তির বর। - পিঠে বানানোর সময় মা ক্ষেন্তিকে কোন্ কাজের নিযুক্ত করে?
(ক) নারকেল কুরানোর কাজে (খ) ময়দা গোলানোর কাজে (গ) পিঠে পরিবেশনের কাজে (ঘ) পিঠে ভাজার কাজে। - ক্ষেন্তির জেঠিমার বাড়িতে কে ক্ষীর তৈরি করেছিল?
(ক) জেঠিমা (খ) রাধী (গ) রাঙাপিসি (ঘ) রাঙাদিদি। - অন্নপূর্ণা পৌষ সংক্রান্তির দিন বানিয়েছিল-
(ক) পায়েস (খ) পাটিসাপটা (গ) মুগতক্তি (ঘ) দুধপুলি। - ‘পাটিসাপটা ক্ষীর দিলে ছাই খেতে হয়!’ – এখানে বক্তা হল-
(ক) রাধী (খ) খেদী (গ) ক্ষেন্তি (ঘ) অন্নপূর্ণা। - অন্নপূর্ণা পৌষ সংক্রান্তিতে পাটিসাপটা বানিয়েছিল –
(ক) নারকেলের পুর দিয়ে (খ) গুড়ের পুর দিয়ে (গ) সন্দেশের পুর দিয়ে (ঘ) ক্ষীরের পুর দিয়ে। - ‘এ-বেলা আবার হবে নাকি’- কী হবে?
(ক) ইতু পুজো (খ) পিঠেপুলি (গ) ধান কাটা (ঘ) অরন্ধন। - ‘ক্ষীর নইলে নাকি পাটিসাপটা হয় না?’- বক্তা কে?
(ক) ক্ষেন্তি (খ) পুঁটি (গ) রাধী (ঘ) রাঙাদিদি। - ‘প্রশ্নের সদুত্তর খুঁজিতে লগিলেন’ – কে প্রশ্নের সদুত্তর খুঁজছিল?
(ক) ক্ষেন্তি (খ) সহায়হরি (গ) অন্নপূর্ণা (ঘ) চৌধুরীমশাই। - ‘ভাত বরং থাকুক, আমরা কাল সকালে খাব।’ বক্তা- এখানে
(ক) রাধী (খ) সহায়হরি (গ) দুর্গা (ঘ) পুঁটি। - প্রথমে এখানে অন্নপূর্ণা আদৌ ইচ্ছুক ছিলেন না’ – অন্নপূর্ণার, ক্ষেন্তির সম্বন্ধতে ইচ্ছুক না হওয়ার কারণ
(ক) পাত্রের বয়স কম ও গরীব (খ) পাত্রের আগের পাঁচটি বউ আছে (গ) পাত্রের এটা দ্বিতীয় পক্ষ ও বয়স চল্লিশের বেশি নয় (ঘ) পাত্র প্রথম পক্ষের ও বয়স চল্লিশ।
Class 11 bengali puimacha question answer mcq | Class 11 bengali chapter 1 MCQ - ক্ষেন্তি কম করে ক-টা পিঠে খেয়েছিল?
(ক) আঠারো-উনিশটা (খ) বারো-তেরোটা (গ) সাত-আটটা (ঘ) চার-পাঁচটা। - উঁচু কথা কখনো কেউ শোনেনি’ – কার সম্পর্কে এই মন্তব্য?
(ক) রাধী (খ) ক্ষেন্ত (গ) ক্ষেন্তির বর (ঘ) সহায়হরি। - ক্ষেন্তির বিয়ে হয়েছিল কোন্ মাসে?
(ক) অগ্রহায়ণ (খ) আষাঢ় (গ) বৈশাখ (ঘ) শ্রাবণ। - ক্ষেন্তির জন্য যে পাত্র দেখা হয়েছিল তার বয়স ছিল-
(ক) তিরিশের বেশি নয় (খ) ক্ষেন্তির সমবয়সী (গ) পঞ্চাশের বেশি নয় (ঘ) চল্লিশের বেশি নয়। - ক্ষেন্তির জন্য যে পাত্র দেখা হয়েছে তার আর্থিক অবস্থা-
(ক) সংগতিপন্ন (খ) উচ্চবিত্ত (গ) নিম্নবিত্ত (ঘ) খুবই গরীব। - ক্ষেন্তির বরের বাড়ি ছিল-
(ক) তাদের গ্রামে (খ) শহরে (গ) পাশের গ্রামে (ঘ) বিদেশে। - ‘ক্ষেন্তিকে কি অপরে ঠিক বুঝিবে’- এ কার ভাবনা?
(ক) সহায়হরি (খ) ক্ষেন্তির শাশুড়ি (গ) অন্নপূর্ণা (ঘ) ক্ষেন্তির বর। - ক্ষেন্তির বরের ব্যাবসা কীসের?
(ক) সিলেট চুন ও ইটের (খ) সাইকেলের (গ) মাটির (ঘ) খাবারের। - প্রথমে অন্নপূর্ণা জামাইয়ের সামেনে আসতে লজ্জা পাচ্ছিলেন কেন?
(ক) জামাইয়ের বয়স একটু বেশি তাই (খ) জামাই খুব গম্ভীর তাই (গ) জামাই কুম্ভকারবধূর আত্মীয়ের হাতে প্রহার খেয়েছে তাই (ঘ) গ্রামের লোকেরা নিন্দা করবে তাই। - বেহারারা সুবিধা করে নেওয়ার জন্য বরের পালকি নামিয়েছিল-
(ক) বটতলায় (খ) কাঁঠাল তলায় (গ) আমলকীতলায় (ঘ) জামতলায়। - ‘ক্ষেন্তিকে কি অপরে ঠিক বুঝিবে?’-এটা কার মনের ভাবনা?
(ক) রাধী (খ) সহায়হরি (গ) ক্ষেন্তির বর (ঘ) অন্নপূর্ণা। - ক্ষেন্তি কোন্ মাসে তাকে আনার জন্য মায়ের কাছে অনুরোধ জানায়?
(ক) বৈশাখ (খ) আষাঢ় (গ) শ্রাবণ (ঘ) ফাল্গুন।
Class 11 bengali puimacha question answer mcq | Class 11 bengali chapter 1 MCQ
- ‘ঐ কোণটা ছিঁড়ে একটুখানি…’- এখানে বলা হয়েছে –
(ক) ক্ষেন্তির শীতের জামার কথা (খ) আমসত্ত্বর কথা (গ) পিঠের কথা (ঘ) পুঁই শাকের কথা।
Class 11 bengali puimacha question answer mcq | Class 11 bengali chapter 1 MCQ - ‘আগে নাতি হোক- তবে তো…’ – বক্তা কে?
(ক) ক্ষেন্তির বাবা (খ) ক্ষেন্তির মা (গ) ক্ষেন্তির জেঠিমা (ঘ) ও-পাড়ার ঠানদিদি। - ফাল্গুন-চৈত্র মাসের বিকালবেলা কী কাজ করতে করতে অন্নপূর্ণার ক্ষেন্তির কথা মনে পড়ত?
(ক) উঠান ঝাঁট দিতে দিতে (খ) আমসত্ত্ব তুলতে তুলতে (গ) আচার তুলতে তুলতে (ঘ) চাল ভাজতে ভাজতে। - আমাদের অবস্থার লোকের ওর চেয়ে ভাল কি আর জুটবে? বক্তা কে?
(ক) ক্ষেন্তির শাশুড়ি (খ) ক্ষেন্তির বর (গ) সহায়হরি (ঘ) ক্ষেন্তির শ্বশুর। - তোমার মেয়েটির হয়েছিল কি?’ এখানে বক্তা-
(ক) বিষ্ণু সরকার (খ) কালীময় ঠাকুর (গ) চৌধুরীমশাই (ঘ) মজুমদারমশাই। - ক্ষেন্তি কোন্ রোগে মারা গিয়েছিল?
(ক) জ্বর (খ) ম্যালেরিয়া (গ) বসন্ত (ঘ) কলেরা। - একেবারে চামার…’ এখানে ‘চামার’ বলা হয়েছে?
(ক) ক্ষেন্তির বাবাকে (খ) ক্ষেন্তির শ্বশুরবাড়ির লোককে (গ) চৌধুরীমশাইকে (ঘ) মজুমদারমশাইকে। - ক্ষেন্তির শ্বশুরবাড়ির কাছে সহায়হরির আনুমানিক কত টাকা ধার ছিল
(ক) আড়াইশো (খ) সাড়ে তিনশো (গ) চারশো (ঘ) একশো। - ক্ষেন্তির শ্বশুরবাড়ির জন্য পুজোর তত্ত্ব কম করেও কত টাকার হবে?
(ক) পঞ্চাশ (খ) চল্লিশ (গ) ত্রিশ (ঘ) আঠাশ। - সহায়হরি মেয়েকে বিয়ের পর দেখতে গিয়েছিল কোন্ মাসে?
(ক) জ্যৈষ্ঠ (খ) আষাঢ় (গ) শ্রাবণ (ঘ) পৌষ। - ‘ছোট লোকের সঙ্গে কুটুম্বিতে করলেই এরকম হয়’ – বক্তা কে?
(ক) ক্ষেন্তির বর (খ) ক্ষেন্তির শাশুড়ি (গ) ক্ষেন্তির শ্বশুর (ঘ) ক্ষেন্তির বরের ভাই।
Class 11 bengali puimacha question answer mcq | Class 11 bengali chapter 1 MCQ - ক্ষেন্তির শ্বশুরবাড়ির লোকেরা তাকে রেখে এসেছিল –
(ক) বাপের বাড়ি (খ) মামার বাড়ি (গ) টালায় (ঘ) বরোজপোতায়। - ‘নীলকুঠির আমলে এ অঞ্চলে বাঘে গরুতে এক ঘাটে জল খেয়েছে’ – কার নামে বাঘে-গোরুতে এক ঘাটে জল খেত?
(ক) সহায়হরি চাটুজ্জে (খ) কালীময় ঠাকুর (গ) পরমেশ্বর চাটুজ্জে (ঘ) বিষু সরকার। - সহায়হরির দূর-সম্পর্কের বোনের খোঁজ ক্ষেন্তির শ্বশুরবাড়ির লোকেরা পেয়েছিল-
(ক) ক্ষেন্তির বিয়ের সময় (খ) ক্ষেন্তির পাকা দেখার সময় (গ) কালীঘাটে পুজো দিতে এসে (ঘ) কলকাতায় ঘুরতে এসে। - ‘আগুনের ঘাড়ে না গিয়ে বসলে কি আগুন পোহানো হয় না?’- অন্নপূর্ণা এখানে বকছেন-
(ক) রাধীকে (খ) পুঁটিকে (গ) ক্ষেন্তিকে (ঘ) দুর্গাকে। - কোন্ মাসে ক্ষেন্তির বসন্ত হয়?
(ক) মাঘ মাসে (খ) ফাল্গুন মাসে (গ) চৈত্র মাসে (ঘ) বৈশাখ মাসে। - ক্ষেন্তিকে তার শ্বশুরবাড়ির লোকেরা কার বাড়িতে রেখে দিয়ে যায়?
(ক) সহায়হরির দূর সম্পর্কের বোনের বাড়িতে (খ) সহায়হরির আপন বোনের বাড়িতে (গ) সহায়হরির ভাইয়ের বাড়িতে (ঘ) সহায়হরির দালানবাড়িতে। - ক্ষেন্তির মুত্যুর পর পৌষ-পার্বণের দিনে অন্নপূর্ণা কী পিঠে বানাচ্ছিল?
(ক) মুগপুলি (খ) দুধপুলি (গ) সরুচাকলি (ঘ) পাটিসাপটা। - ‘অত ঘন করে ফেললে কেন?’ – বক্তা কে?
(ক) ক্ষেন্তি (খ) সহায়হরি (গ) পুঁটি (ঘ) রাধী। - ‘প্রথম পিঠেখানা কানাচে ঘাঁড়া ষষ্ঠীকে ফেলে দিয়ে আসি।’ – এ কথা কে বলেছে?
(ক) ক্ষেন্তি (খ) অন্নপূর্ণা (গ) পুঁটি (ঘ) রাধী। - ‘দিদি বড় ভালবাসত…’ – বক্তা কে?
(ক) পুঁটি (খ) রাধী (গ) দুর্গা (ঘ) পুঁটি ও রাধী। - ‘শুকনো পাতায় খসখস করিতে করিতে ঘন ঝোপের মধ্যে ছুটিয়া পালাইল’ – কোন্ জন্তু?
(ক) বিড়াল (খ) কুকুর (গ) শিয়াল (ঘ) সাপ।
Class 11 bengali puimacha question answer mcq | Class 11 bengali chapter 1 MCQ
Class 11 bengali puimacha question answer mcq | Class 11 bengali chapter 1 MCQ
শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও
- হঠাৎ স্বর নামাইয়া বলিলেন- হলো যে _________ বাইরে কমিয়ে বলে বেড়ালে কি হবে, লোকের চোখ নেই?
(ক) চোদ্দো বছরের
(খ) পনেরো বছরের
(গ) ষোলো বছরের
(ঘ) সতেরো বছরের। - সরু সরু কাঁচের চুড়িগুলো __________ একটি সেফটিপিন দিয়া একত্র করিয়া আটকানো –
(ক) দু পয়সা ডজনের
(খ) আড়াই পয়সা ডজনের
(গ) এক টাকা ডজনের
(ঘ) চার পয়সা ডজনের। - পুঁই পাতা জড়ানো দ্রব্যটি লইয়া মেলিয়া ধরিয়া বলিল _________
(ক) পাটিসাপটা
(খ) মুগতক্তি
(গ) চিংড়ি মাছ
(ঘ) ক্ষীর। - যত ___________ সব মরতে আসে আমার ঘাড়ে….।
(ক) বোকা গাধা
(খ) বেশি চালক
(গ) গাধা
(ঘ) পাথুরে বোকা। - ছোট মেয়েটি ___________ মতন সেগুলি তুলিয়া লইয়া খিড়কী অভিমুখে চলিল।
(ক) যন্ত্রের
(খ) কলের পুতুলের
(গ) তীরের
(ঘ) খেলনার। - গত __________ বাড়িতে পুঁই শাক রান্নার সময় ক্ষেন্তি আবদার করিয়া বলিয়াছিল…
(ক) অরন্ধনের পূর্বদিন
(খ) পূর্ণিমার দিন
(গ) ষষ্ঠীর দিন
(ঘ) দোলের দিন। - সংক্ষিপ্ত ভূমিকা ফাঁদিবার পর ___________ উত্তেজিত সুরে বলিলেন।
(ক) কালীময়
(খ) সহায়হরি
(গ) অন্নপূর্ণা
(ঘ) গয়াবুড়ি। - সহায়হরি বাধা দিয়া বলিতে গেলেন – এই ________ তেরোয়…
(ক) বৈশাখে
(খ) আষাঢ়ে
(গ) শ্রাবণে
(ঘ) চৈত্রে। - ইহাদের ভাব দেখিয়া মনে হইতেছিল ইহারা কাহারে ঘরে ____________ দিবার উদ্দেশ্যে চালিয়াছে।
(ক) খাবার
(খ) গাছ
(গ) পিঠে
(ঘ) সিঁধ।
Class 11 Bengali Chapter 1 Puimacha | class 11 bengali suggestion 2024 | class 11 bengali question answer class | 11 bengali pui macha pdf - মা ছোঁবে না। তুমি আমাদের নবান্নটা মেখে আর _________ বার করে দিয়ে আসবে?
(ক) থালাগুলো
(খ) চাদরগুলো
(গ) ইতুর ঘটগুলো
(ঘ) খাবারগুলো। - _________ বনের মধ্যে বসে খানিক আগে কী করছিলে শুনি?
(ক) হিঙ্গলগঞ্জের
(খ) পুঁই শাকের
(গ) নদীর ঘাটের
(ঘ) বরোজপোতার। - সঙ্গে সঙ্গে ক্ষিপ্রদৃষ্টিতে একবার বাড়ির সম্মুখস্থ __________ মাথার দিকেও চহিয়া লইল…
(ক) নারকেল গাছের
(খ) বাঁশঝাড়ের
(গ) ষাঁড়া গাছের
(ঘ) পুঁই গাছের। - যদি ___________ চৌকিদার ডেকে তোমায় ধরিয়ে দেয়?
(ক) চৌধুরীরা
(খ) জামাইরা
(গ) মজুমদাররা
(ঘ) গোঁসাইরা। - ভাঙ্গা পাঁচিলের ধারে সে ছোট খোলা জমিতে কতক গুলো ___________ ও কণ্টিকারীর জঙ্গল হইয়াছিল…
(ক) পুঁই শাক
(খ) বুনোফুল
(গ) পাথরকুচি
(ঘ) ঘৃতকুমারী। - তাহার দুই ছোট মেয়ে দোলাই গায়ে বাঁধিয়া রোদ উঠিবার প্রত্যাশায় উঠোনের ___________ দাঁড়াইয়া আছে।
(ক) কাঁঠালতলায়
(খ) নিমতলায়
(গ) আমলকীতলায়
(ঘ) নারকেলতলায়। - হরিপুরের __________ মেলা হইতে সহায়হরি কালো সার্জের এই আড়াই টাকা মূল্যের জামাটি ক্রয় করিয়া আনেন।
(ক) রথের
(খ) রাসের
(গ) দোলের
(ঘ) শীতলা পুজোর। - ওদের বাড়ি দেখতে গেলুম কিনা, তাই খুড়ীমা ________ দু’খানা খেতে দিলে…
(ক) নাড়ু
(খ) রসগোল্লা
(গ) পাটিসাপটা
(ঘ) মুগতক্তি - ও-বেলা তো পায়েস, _________ মুগতক্তি এইসব হয়েছে।
(ক) পাটিসাপটা
(খ) ঝোলপুলি
(গ) সন্দেশ
(ঘ) ক্ষীরকদম। - এই শান্ত নিরীহ একটু অধিক মাত্রায় ________ মেয়েটির দিকে চাহিয়া রহিলেন।
(ক) দুরন্ত
(খ) দস্যি
(গ) ভোজনপটু
(ঘ) মুখরা - অন্নপূর্ণা চাহিয়া দেখিলেন, বেড়ার ধারে _________ রং এর মেদিফুলের গুচ্ছ।
(ক) লাল
(খ) কমলা
(গ) গোলাপী
(ঘ) নীল।
Class 11 bengali puimacha question answer mcq | Class 11 bengali chapter 1 MCQ - মা, __________ মাসেই আমাকে এনো… বাবাকে পাঠিয়ে দিও…
(ক) বৈশাখ
(খ) আষাঢ়
(গ) শ্রাবণ
(ঘ) আশ্বিন। - মেয়ের নানা নিন্দে ওঠালে….. __________ মেয়ের মতন চলে,
(ক) ছোটলোকের
(খ) অসভ্য
(গ) হ্যাংলা
(ঘ) অন্ধ। - যেমনি মেয়ে তেমনি বাপ, _________ মাসের দিনে মেয়ে দেখতে এলেন শুধু হাতে।
(ক) ভাদ্র
(খ) বৈশাখ
(গ) পৌষ
(ঘ) আশ্বিন। - আমার এক দূর-সম্পর্কের বোন আছে, একবার _________ পুজো দিতে এসে তার খোঁজ পেয়েছিল।
(ক) কালীঘাটে
(খ) দক্ষিণেশ্বরে
(গ) তারাপীঠে
(ঘ) শোভাবাজারে। - মা, দাও, প্রথম পিঠেখানা কানাচে ________ ফেলে দিয়ে আসি।
(ক) পুকুর ধারে
(খ) ষাঁড়া ষষ্ঠীকে
(গ) গোপাল ঠাকুরকে
(ঘ) পুঁই গাছের গোড়ায়। - তুমি আর বছর যেখান থেকে _______ তুলে এনেছিলে সেখানে ফেলে দিলাম।
(ক) পুঁই গাছের চারা
(খ) আমলকী গাছের চারা
(গ) নেবুর চারা
(ঘ) পেয়ারা গাছের চারা। - ১২৭ অনেকক্ষণ ধরিয়া একটা _________ পাখি ঠক র-র-র শব্দ করিতেছিল-
(ক) কোকিল
(খ) ঘুঘু
(গ) টিয়া
(ঘ) কাঠঠোকরা।
Class 11 Bengali Chapter 1 Puimacha | class 11 bengali suggestion 2024 | class 11 bengali question answer class | 11 bengali pui macha pdf
পুঁই মাচা MCQ Question | Bengali Chapter 1 Puimacha | Class 11 Bengali Suggestion Semester 1 : class 11 bengali suggestion 2024 | class 11 bengali | class 11 bengali chapter 1 | class 11 bengali new syllabus | class 11 bengali puimacha | class 11 bengali syllabus 2024 | class 11 bengali question paper 2024 | class 11 bengali syllabus | class 11 bengali suggestion | class 11 bangla | class 11 bengali puimacha question answer | class 11 bengali puimacha question answer | class 11 bengali puimacha golpo | class 11 bengali puimacha samrat exclusive | class 11 bengali puimacha 2024 | class 11 bengali puimacha question answer mcq | class 11 bengali puimacha short question | puimacha class 11 | puimacha class 11 mcq questions | puimacha golpo class 11 | puimacha class 11 mcq | puimacha class 11 samrat exclusive | puimacha question answer | puimacha short question answer | Class 11 Bengali Chapter 1 Puimacha | class 11 bengali suggestion 2024 | class 11 bengali question answer class | 11 bengali pui macha pdf